Description
Silicea Tablet(সাইলিসিয়া)
Biochemic Tablet
Size : 20g
উপাদান্ত সিলিকা অক্সাইড। শক্তির 6x.
রোগ নির্দেশনা (Indication)
> চর্ম ক্ষত যেখানে সহজে পুঁজ সঞ্চার হয় (Skin Ulcers with Tendency to Suppurate)
► ফোঁড়া (Abscess)
> পুঁজযুক্ত অস্থিক্ষত (Suppuration of the Bones)
► পায়ের কড়া (Corns of Feet)
> পুঁজযুক্ত টনসিল প্রদাহ (Tonsilitis with Pus)
► চোখের অঞ্জনি (Styes)
►► ভঙ্গুর নখ (Brittle Nails)
> গুচ্ছ সহকারে চুল পড়া (Hair Fall in Bunches)
► মলদ্বারে ফাঁটা (Anal Fissures)
সেবনমাত্রা ও সেবনবিধি (Dosage and Administration)
প্রাপ্ত বয়স্কঃ ৪-৬টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার
অপ্রাপ্ত বয়স্কঃ ২-৩টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
ক্রিয়াস্থান (Center of Action)
ইহা শ্লৈষ্মিক ঝিল্লি, গ্রন্থি, অস্থি ও সন্ধিস্থানসমূহ আক্রান্ত হয় এবং দেহ গঠনের বিকৃতি ঘটিয়া অস্থিসমূহের কোমলতা গন্ডমালারমত লক্ষণ উৎপন্ন হয়।
“”””
সাধারণ ক্রিয়া (General Action)
সিলিকা সাধারণত চর্ম, ফ্যাকাশে মুখমন্ডল বিশিষ্ট রোগীদের পক্ষে যেমন উপকারী সেইরূপ ক্ষীন শরীর, গ্রন্থিস্ফীত এর ক্ষেত্রেও তেমনি উপকারী। পুঁজ উৎপন্ন হবার সম্ভাবনা অথবা পুঁজ উৎপন্নের ভাব সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সাইলেসিয়ার ব্যবহার করা উচিত। শরীর হতে পুঁজ বের করতে এবং অতিরিক্ত পুঁজ প্রাব কমাতে এই ঔষধ খুবই উপকারী। ইহার অভাব হলে শারীরিক কোষসমূহে প্রদাহ উপস্থিত হয় ও ফুলিয়া উঠে এবং কিছুদিন ঐভাবে থাকিয়া আবার এমনিতে ভাল হয়ে যায় আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় পুঁজ উৎপন্ন হয়ে ভাল হয়ে যায়। নালী ঘার একমাত্র প্রধান ঔষধ সিলিকা। ক্ষতের পূজ শোষণ করার ক্ষমতা এই ঔষধ অপেক্ষা অন্য কোন ঔষধে বেশি নেই। প্রদাহ স্থান পাকার উপক্রম হলে ইহা প্রয়োগ করবেন। ইহা শারীরিক সঞ্চিত রসকে পূজে পরিণত করে এবং শরীর হতে বাহির করে দেয়। সিলিকা ও ক্যাল্কেরিয়া সালফ দুইটিই ক্ষতরোগের উত্তম ঔষধ তবে সিলিকা পুঁজ সৃষ্টি করে ও ক্যান্ধে সালফ পূজ স্রাব বন্ধ করে ও শীঘ্র ঘা শুকাইয়া ফেলে।
গুরুত্বপূর্ন লক্ষণ (Important Symptoms)
১) যারা দুর্বল, যাদের চর্ম শুল্ক ও পরিষ্কার এবং পেশি সকল শ্লথ, আর মুখ ফ্যাকাশে এবং রং তেমন উজ্জল নয়, তাদের রোগে সাইলিসিয়া উপকারী। ২) যাদের পা ঘামে, তাদের সে ঘাম বন্ধ হয়ে যে সকল পীড়া হয় অথবা পৃষ্ঠদেশে ঠান্ডা বাতাস লাগার জন্য যে সকল পীড়া হয়, অথবা গো বীজ টীকা দেয়ার জন্য বা ঐ টীকার বীজের দোষহেতু যে সকল পীড়া হয়, তাতে সাইলিসিয়া বিশেষ উপকারী। ৩) মল অতিশয় কঠিন, কষ্টে নির্গত হয়, সেজন্য মল ত্যাগ কালে অতিশয় কোথ দিতে হয়। মলদ্বারে যেন পক্ষাঘাত হয়, সেজন্য মল কতকটা নির্গত হয়ে কতকটা পুনরায় ভিতরে ঢুকিয়া যায়।
বৃদ্ধিঃ প্রতি পূর্ণিমায়, ঠান্ডা বাতাসে, অমাবস্যার পর, পায়ের ঘাম চাপা পড়িলে, রাতে ও জলবায়ুর পরিবর্তনে।
উপশমঃ আচ্ছাদিত অবস্থায় (মস্তক), চাপনে (শিরঃপীড়া), বিশ্রামে, গরমে, উষ্ণপানে, গ্রীষ্মকালে, আর্দ্র আবহাওয়া।
Reviews
There are no reviews yet.