Description
ক্যালি সালফিউরিকাম
রোগ নির্দেশনা (Indication)
- সোরিয়াসিস (Psoriasis)
- চর্যে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র গুটি (Lupus)
- একজিমা (Eczema)
- টাক পড়া (Alopecia)
- খুশকি (Dandruff)
- আমবাত (Urticaria)
- শোথ (Dropsy)
- বদহজম (Dyspepsia)
- ঘাম না হওয়া (Lack of perspiration)
- বাত (Rheumatism)
- ক্রীড়াবিদদের পায়ের সুস্থতায় (Athlete’s foot)
- শ্বেতপ্রদর (Leucorhoea)
- মাথাঘোরা (Vertigo)
- মাথাব্যথা (Headache)
- হাঁপানি (Bronchial asthma)
সেবনমাত্রা ও সেবনবিধি (Dosage and Administration) প্রাপ্ত বয়ষত্র ৪-৬ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার
অপ্রাপ্ত বয়ষর ২-৩ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা।
ক্রিয়াস্থান (Center of Action)
ইপিথেলিয়াম (Epithelium), শ্বসন তন্ত্র (Respiratory tract), Skin (চর্ম),
গ্রন্থি (Glands)।
সাধারণ ক্রিয়া (General Action)
ক্যালি সালফ রোগের তৃতীয় অবস্থায় ব্যবহার করতে হয়। প্রথম অবস্থায় ফেরাম ফস, দ্বিতীয় অবস্থায় ক্যালি মিউর এবং তৃতীয় অবস্থায় ক্যালি সালফ ব্যবহার করা হয়। চর্ম ও শ্লৈষ্মিক ঝিল্লির উপর ইহার প্রধান ক্রিয়া অধিক পরিলক্ষিত হয়। একজিমা, খোস-পাচড়া ইত্যাদি চর্মরোগ বসে গিয়ে কোন রোগ হলে সেক্ষেত্রে ইহা খুব উপকারী। শ্বেত প্রদর রোগে হলুদ বর্ণের স্রাব নির্গত হলে বা শরীরের যে কোন স্থান দিয়ে হলুদ বর্ণের স্রাব নির্গত হলে ইহা ফলদায়ক। স্রাব বন্ধ হয়ে কোন রোগ হলে এই ঔষধে আরোগ্য হবে। হাম এবং বসন্ত বসে গিয়ে কোন রোগ হলে ইহা ব্যবহার করবেন। যদি কোন পীড়া বৈকালে বৃদ্ধি হয় ইহার কথা স্মরণ করবেন। প্রমেহাস্রাব বন্ধ হয়ে অন্ডকোষ প্রদাহ আরম্ভ হলে ইহ্য উপকারী।
গুরুত্বপূর্ন লক্ষণ (Important Symptoms)
১) হাম ও বসন্তের শেষ্ঠ ঔষধ, হাম বা বসন্তের শুটি ভালভাবে বের না হলে এবং হঠাৎ বসে গেলে ইহা ব্যবহারে আরোগ্য হবে ২) ফেরাম ফস যেমন প্রদাহের প্রথমাবস্থায়, ক্যালি মিউর যেমন প্রদাহের দ্বিতীয়াবস্থায়, ক্যালি সালফ তেমনি প্রদাহের তৃতীয়াবস্থায় ব্যবহৃত হয় ৩) ইহ্যর সমস্ত স্রাব হলদে রঙের অথবা সবুজ: আঠার মত চটচটে, হড়হড়ে কিংবা জলের মত ও জিহবার রঙ হলদে ৪) হাম, বসন্ত প্রভৃতি উদ্ভেদ হঠাৎ বসে গিয়ে কোন খারাপ লক্ষণের আর্বিভাব হলে ৫) সন্ধ্যার সময় হতে উত্তাপের বৃদ্ধি ৬) যেখানে জ্বরে ফেরাম ফস প্রয়োগেও ঘর্ম হয় না সেখানে ইহা প্রয়োগে নিশ্চয় ঘর্ম হবে।
বৃদ্ধিঃ ঋতু পরিবর্তনে ও বিশ্রামে। উপশমঃ গরমে ও তাপ প্রদানে।
Reviews
There are no reviews yet.